ড্রপশীপ কি?
❯ ড্রপশীপ অ্যাপ একটি বাংলাদেশী ডিজিটাল লজিস্টিক প্লাটফর্ম, যেখান থেকে
প্রয়োজনীয় পণ্য ও যাত্রী পরিবহণ এবং প্রোজেক্ট ইকুইপমেন্ট সহ লজিস্টিক
সহায়ক সামগ্রী ভাড়া দেওয়া ও নেয়া যায়।
ড্রপশীপ পার্টনার?
❯ বাংলাদেশের যেকোন ট্রান্সপোর্ট মালিক বা ড্রাইভার তাদের আয়ত্বাধীন পরিবহণ
সংযুক্ত করার পর পার্টনার ড্রপশীপের অনলাইন প্ল্যাটফর্ম থেকে পছন্দমত ট্রিপ
খুঁজে নিতে পারবেন।
ড্রপশীপের সার্ভিস কি সারা বাংলাদেশে পাওয়া যাবে ?
❯ জি, ড্রপশীপের সার্ভিস বাংলাদেশের যেকোনো জেলায় পাওয়া যাবে ।
ড্রপশীপের পার্টনার হলে কি কি সুবিধা?
❯ আপনার পরিবহণের জন্য বেশি বেশি ট্রিপ পাবেন।
❯ বিভিন্ন স্ট্যান্ডে বসে ট্রিপের জন্য অপেক্ষা করতে হবেনা।
❯ মোবাইলের মাধ্যমে যেকোনো জায়গা থেকেই আপনি ট্রিপ নিশ্চিত করতে
পারবেন।
❯ বেশি ট্রিপ মানে আয়ও বেশি হবে।
❯ ফিরতি ট্রিপে খালি গাড়ি নিয়ে আসা লাগবেনা এবং তুলনামূলক ব্যয় কমবে।
❯ ট্রাক কোথায় আছে মোবাইল থেকেই জানতে পারবেন।
❯ আপনার সব পরিবহণের জন্য আগে থেকে ট্রিপ প্ল্যান করতে পারবেন।
❯ প্রতি ট্রিপের আয়ের হিসাব যেকোনো সময়ে দেখতে পারবেন।
Black Jack 777ড্রপশীপ সার্ভিসের পেমেন্ট কিভাবে হবে?
প্রাথমিকভাবে ক্যাশ,নগদ,বিকাশ,ভিসা কার্ড,মাস্টার কার্ড এর মাধ্যমে ড্রপশীপ সার্ভিসের পেমেন্ট করা যাবে ।
ড্রপশীপে গাড়ি যোগ করতে কি কি কাগজ-পত্র প্রয়োজন?
❯ গাড়ির মালিকানা প্রমান করে এমন যেকোনো একটি কাগজ অথবা ব্যাংক
লোনের কাগজ অথবা কেসের স্লিপ (যদি কাগজ-পত্র জব্দ থাকে)। (আবশ্যক)
❯ অনুমতিপত্র (যদি অন্য মালিকের গাড়ি হয়)। (আবশ্যক)
❯ গাড়ির সামনের অংশের একটি ছবি যাতে নাম্বার প্লেট বোঝা যায়। (আবশ্যক)
❯ রেজিস্ট্রেশন সার্টিফিকেট
❯ ফিটনেস সার্টিফিকেট
❯ ট্যাক্স টোকেন
❯ রুট পারমিট
পার্টনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া
❯ প্রথমেই ড্রপশীপের অ্যাপস ওপেন করুন
❯ নতুন একাউন্ট তৈরি করুন এর নিচে ’পার্টনার’ সিলেক্ট করুন।
❯ আপনার মোবাইল নম্বর দিন এবং রেজিস্টার করুন বাটনটি চাপুন।
❯ আপনার মোবাইলে আসা ৪ ডিজিটের ভেরিফিকেশন কোডটি টাইপ করুন।
❯ আপনার পাসওয়ার্ড এবং ইমেইল (যদি থাকে) টাইপ করুন ।
❯ আপনার নাম, জন্ম তারিখ, এন.আই.ডি. নম্বর এবং জেলার নাম দিন।
❯ আপনার এন.আই.ডি. কার্ডের সামনের এবং পিছনের ছবি আপলোড করুন।
❯ পরবর্তী ধাপে আপনার ড্রাইভিং লাইসেন্সের নাম্বার এবং মেয়াদ টাইপ করুন।
❯ আপনার মালিক/পার্টনার/ট্রান্সপোর্ট এজেন্টের নাম সিলেক্ট করুন। প্রয়োজনে
আপনি তা লগ ইন করার পরেও সিলেক্ট করতে পারেন।
❯ ড্রাইভিং লাইসেন্সের সামনের এবং পিছনের ছবি আপলোড করুন।
❯ আপনার রেজিস্ট্রেশনের তথ্য প্রদান সম্পন্ন করুন।
❯ আপনার তথ্য যাচাই করে ২৪ ঘন্টার মধ্যে একাউন্টটি সচল করে দেয়া হবে।
❯ পরবর্তীতে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্টে লগ ইন
করুন এবং আপনার প্রোফাইলের ছবি আপলোড করুন।
যোগাযোগ করুন
আপনার প্রশ্ন এবং পরামর্শ আমাদের জানান। আমাদের সাথে যোগাযোগের জন্য কল করুন 09666700722